সাম্প্রতিক সময়ে পতিত সরকারের কয়েকজন মন্ত্রী এবং আওয়ামী লীগের নেতাকে ভারতে ঘুরে বেড়াতে দেখা গেছে। তাদের কয়েকজনের ছবি ইতোমধ্যে নেট দুনিয়ায় ভাইরাল।
আদালত চাইলে ছাত্র জনতার অভ্যুত্থানে ভারতে পালিয়ে যাওয়া পতিত সরকারের নেতা-মন্ত্রীদের ফেরত আনার উদ্যোগ নেওয়া হবে – জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
যাদের বিরুদ্ধে মামলা হয়েছে, তাদের ফেরত আনার কোনো উদ্যোগ নিচ্ছে কিনা সরকার – এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তারা সেখানে ঘুরছে সেটি আপনারা পত্র-পত্রিকায় দেখেছেন আমিও ততটুকুই দেখেছি। এরচেয়ে বেশি কিছু আমি জানি না। যেহেতু মামলা হচ্ছে বা হয়েছে কোর্ট থেকে যদি বলে তাদের হাজির করতে হবে অবশ্যই আমরা তাদের ফিরিয়ে আনার চেষ্টা করব।