সংস্কার শেষে পুরাতন হাইকোর্ট ভবনেই শুরু হচ্ছে জুলাই-আগস্ট গণহত্যার বিচার 

পুরাতন হাইকোর্ট ভবনের সংস্কার কাজ শুরু হয়েছে। সংস্কার শেষে এখানেই জুলাই-আগস্ট গণহত্যার বিচার শুরু হওয়ার কথা। 

আজ সকাল ৮টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শনে যান অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। এ সময় তার সঙ্গে গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান ছিলেন। পুরাতন হাইকোর্ট ভবন ও প্রসিকিউশনের অফিস পরিদর্শনে এসে সংস্কার কাজ দ্রুত শেষ করার তাগিদ দেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।

এ বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান আজ সকাল ৮টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ভবন এবং সংলগ্ন এলাকা পরিদর্শনে এসেছিলেন। তারা মূলত পুরাতন হাইকোর্ট ভবনের সংস্কার কাজের অগ্রগতি দেখতে এখানে আসেন। এ সময় তারা যত দ্রুত সম্ভব পুরাতন হাইকোর্ট ভবনের সংস্কার কাজ শেষ করার তাগিদ দেন। যাতে দ্রুততম সময়ে জুলাই হত্যার মূল বিচারকার্য শুরু করা সম্ভব হয়।

উন্নয়নের কাজ চলছে

"আল মুস্তাকিম" এর সংবাদ প্রকাশনা বিভাগ সাময়িক ভাবে স্থগিত রয়েছে খুব দ্রুত শুরু হবে ইনশাআল্লাহ্‌।

শুধু মাত্র "জুবায়ের আল মাহমুদ" পাতায় কলম প্রকাশিত হয়।

This will close in 20 seconds