লেবাননে আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনতে উদ্যোগ নিয়েছে সরকারঃ পররাষ্ট্র উপদেষ্টা  

প্রাণঘাতী সংঘাত ছড়িয়ে পড়ছে মধ্যপ্রাচ্যের দেশ লেবাননে। সেখানে অবস্থানরত বাংলাদেশিদের যারা ফেরত আসতে ইচ্ছুক, তাদের ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে সরকার।

মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুরে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, ‘লেবানন থেকে যারা ফিরে আসতে চায় তাদের তালিকা করতে বলা হয়েছে। বাংলাদেশিদের বলা হয়েছে, তারা যেন যুদ্ধাঞ্চল থেকে আরও উত্তরে সরে যান। আমরা আন্তর্জাতিক অভিবাসন সংস্থাকে অনুরোধ করেছি, তারা যেন ফ্লাইটের ব্যবস্থা যাতে করে তারা চলে আসতে পারে।’

‘মুশকিল হলো, বৈরুত বিমানবন্দর থেকে ফ্লাই করাটা ঝুকিপূর্ণ হয়ে গেছে। কাজেই আমরা বিকল্প পথে এগোতে পারি কিনা, সেই চেষ্টা করা হচ্ছে’, বলেন উপদেষ্টা।

উন্নয়নের কাজ চলছে

"আল মুস্তাকিম" এর সংবাদ প্রকাশনা বিভাগ সাময়িক ভাবে স্থগিত রয়েছে খুব দ্রুত শুরু হবে ইনশাআল্লাহ্‌।

শুধু মাত্র "জুবায়ের আল মাহমুদ" পাতায় কলম প্রকাশিত হয়।

This will close in 20 seconds