দৈনিক ইনকিলাবের সম্পাদক ও বিশেষ প্রতিবেদকের বিরুদ্ধে মানহানির মামলা

মিথ্যা ও মানহানিকর সংবাদ প্রকাশের অভিযোগে দৈনিক ইনকিলাবের সম্পাদক এএম বাহাউদ্দীন এবং বিশেষ প্রতিবেদক সাইদ আহমেদের বিরুদ্ধে পাঁচ হাজার কোটি টাকার মানহানির মামলা দায়ের করেছে নোমান গ্রুপ। 

মঙ্গলবার নোমান গ্রুপের ব্যবস্থাপক মুরাদুল ইসলাম ঢাকার পঞ্চম যুগ্ম জেলা জজ আদালতে এ মামলা দায়ের করেন। বাদীপক্ষের আইনজীবী তৌফিকুল ইসলাম খান গণমাধ্যমকে তথ্যটি নিশ্চিত করেছেন। 

একটি গণমাধ্যমকে তিনি বলেন, নোমান গ্রুপের চেয়ারম্যানের বিরুদ্ধে ১ সেপ্টেম্বর উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা, ভিত্তিহীন ও মানহানিকর প্রতিবেদন প্রকাশ করে ইনকিলাব। প্রতিবেদনে নোমান গ্রুপের চেয়ারম্যানকে ব্যাংক লুটেরা আখ্যায়িত করে নোমান গ্রুপ ঋণের নামে ২৮০০০ কোটি টাকা হাতিয়েছেন বলে মিথ্যা, মানহানিকর অভিযোগ আনা হয়েছে।

প্রতিবেদনে নোমান গ্রুপ ৪৬২ কোটি টাকার কর ফাঁকি দিয়েছে, বিগত আওয়ামী লীগ সরকারকে শত শত কোটি টাকা ডোনেশন দিয়েছে, তিতাস গ্যাস থেকে অবৈধ গ্যাস সংযোগ নিয়েছে, জার্সি বদলাচ্ছে নূরুল ইসলাম, অনেক মানুষ গুম করা হয়েছে। এসব ছাড়াও অসত্য, কাল্পনিক, মানহানিকর অভিযোগ আনা হয়।

এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিবাদলিপি ও আইনি নোটিশ দেওয়ার পরও ভুল স্বীকার করেনি দৈনিক ইনকিলাব। ফলে সুনাম রক্ষার্থে আইনি পদক্ষেপ নিয়েছে নোমান গ্রুপ।