বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিম আকরামের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক তৃতীয় বর্ষের ফাইনাল পরিক্ষায় তিনি দ্বিতীয় শ্রেণিতে উত্তীর্ণ হয়েছেন। ওয়াসিমের সেই রেজাল্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে তাকে স্মরণ করছেন সহপাঠী ও বন্ধুরা।
শহীদ ওয়াসিম চট্টগ্রাম কলেজের সমাজবিজ্ঞান বিভাগের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন তিনি।
ফলাফলের ছবি পোস্ট করে আব্দুল্লাহ মো. আল ইমরান নামে একজন লিখেছেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রামের প্রথম শহিদ ওয়াসিম আকরামের তৃতীয় বর্ষের রেজাল্ট। কিন্তু ওয়াসিম নেই। এই রেজাল্টের জন্য কী যে কষ্ট করতে হয়, যে পাশ করেছে সেই জানে। আল্লাহ শহিদ ওয়াসিমকে বেহেশতে সর্বোচ্চ স্থান দান করুন।’