ফারুক আব্দুল্লাহর এনসিতেই ভরসা রাখলো জম্মু-কাশ্মীরের জনগণ

ন্যাশনাল কনফারেন্স (এনসি) ও কংগ্রেস জোটকে বেছে নিয়েছে জম্মু-কাশ্মীরের জনগণ। মঙ্গলবার (৮ অক্টোবর) ভারতের নির্বাচন কমিশনের প্রকাশিত ফলাফল অনুযায়ী, নির্বাচনে বিধানসভার ৯০টি আসনের মধ্যে ৪৯টিতে জয় নিশ্চিত করেছেন এনসি-কংগ্রেস জোটের প্রার্থীরা।

৪৯টি আসনের মধ্যে এনসি ৪২টি আসন, কংগ্রেস ছয়টি এবং সিপিএম একটি আসন পেয়েছে। সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির পিপলস ডেমোক্রেটিক পার্টি (পিডিপি) পেয়েছে মাত্র তিনটি আসন। এছাড়া সাজ্জাদ লোনের পিপলস কনফারেন্স এবং আম আদমি পার্টি একটি করে আসন পেয়েছে। সরকার গঠন প্রয়োজন ন্যূনতম ৪৬টি আসন। তাই সরকার গঠনে সমস্যায় পড়তে হবে না ফারুক আব্দুল্লাহ ও তার ছেলে ওমর আব্দুল্লাহর এনসিকে। জয়ের পর শ্রীনগরে ফারুক আব্দুল্লাহ জানিয়েছেন, তার ছেলে ওমর আব্দুল্লাহ কাশ্মীরের পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন।

বিশ্লেষকরা বলছেন, ২০১৯ সালে কাশ্মীরের বিশেষ মর্যাদা কেড়ে নেয়ার পর বিজেপির ওপর ক্ষুব্ধ ছিল স্থানীয়রা। এবারের ভোটে সেই ক্ষোভেরই প্রতিফলন ঘটিয়েছেন তারা। বিশেষ মর্যাদা বিলোপ করার পর অঞ্চলটিতে এটাই প্রথম নির্বাচন।