সাড়ে ৪ কোটি পিস ডিম আমদানি অনুমোদনের খবরে রাজধানীর বাজারগুলোতে ডিমের দাম প্রতি ডজনে ২০-৩০ টাকা কমেছে।
যদিও চার পাঁচ দিন আগে খুচরা পর্যায়ে এক ডজন ডিম কিনতে ১৮০–১৯০ টাকা লাগত, তবে এখন খুচরা পর্যায়ে ফার্মের মুরগির এক ডজন ডিম বিক্রি হচ্ছে ১৬০-১৭০ টাকায়; কারওয়ান বাজারে ১৫০ টাকায় ডজন বিক্রি হচ্ছে।
পাইকারিতে ১৪০ টাকা ৪০ পয়সা দরে ডিম বিক্রি হচ্ছে। । ডিমের পাশাপাশি ব্রয়লার মুরগির দামও চড়া। গতকাল প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে ১৯০-২০০ টাকায়।
খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, সরকারের এসব পদক্ষেপে ডিমের দাম কিছুটা কমলেও তা হবে সাময়িক। ডিমের দাম ভোক্তার ক্রয়ক্ষমতার মধ্যে আনতে হলে ডিমের উৎপাদন খরচ কমানো ও সিন্ডিকেটকারীদের (অসাধু জোট) বিরুদ্ধে কঠোর হতে হবে।