আমদানির খবরে কমেছে ডিমের দাম

সাড়ে ৪ কোটি পিস ডিম আমদানি অনুমোদনের খবরে রাজধানীর বাজারগুলোতে ডিমের দাম প্রতি ডজনে ২০-৩০ টাকা কমেছে। 

যদিও চার পাঁচ দিন আগে খুচরা পর্যায়ে এক ডজন ডিম কিনতে ১৮০–১৯০ টাকা লাগত, তবে এখন খুচরা পর্যায়ে ফার্মের মুরগির এক ডজন ডিম বিক্রি হচ্ছে ১৬০-১৭০ টাকায়; কারওয়ান বাজারে ১৫০ টাকায় ডজন বিক্রি হচ্ছে।

পাইকারিতে ১৪০ টাকা ৪০ পয়সা দরে ডিম বিক্রি হচ্ছে। । ডিমের পাশাপাশি ব্রয়লার মুরগির দামও চড়া। গতকাল প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে ১৯০-২০০ টাকায়।

খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, সরকারের এসব পদক্ষেপে ডিমের দাম কিছুটা কমলেও তা হবে সাময়িক। ডিমের দাম ভোক্তার ক্রয়ক্ষমতার মধ্যে আনতে হলে ডিমের উৎপাদন খরচ কমানো ও সিন্ডিকেটকারীদের (অসাধু জোট) বিরুদ্ধে কঠোর হতে হবে। 

উন্নয়নের কাজ চলছে

"আল মুস্তাকিম" এর সংবাদ প্রকাশনা বিভাগ সাময়িক ভাবে স্থগিত রয়েছে খুব দ্রুত শুরু হবে ইনশাআল্লাহ্‌।

শুধু মাত্র "জুবায়ের আল মাহমুদ" পাতায় কলম প্রকাশিত হয়।

This will close in 20 seconds