বালুর ট্রাক কান্ডঃ বিএনপি চেয়ারপারসনকে অবরুদ্ধ রাখা ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বাড়ির সামনে বালুভর্তি ট্রাক রেখে তার কাজে বাধা দেয়া এবং হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১৩ জনকে আসামি করা হয়েছে। 

শুক্রবার বিকালে জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য শরিফুল ইসলাম শাওন বাদী হয়ে গুলশান থানায় এ মামলা করেন।  

সন্ধ্যা সাড়ে ৬টায় গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আহমেদ একটি গণমাধ্যমকে বলেন, এ সংক্রান্ত একটি অভিযোগ করা হয়েছে। এখনও মামলা রেকর্ড করা হয়নি। অভিযোগটি পর্যালোচনা করা হচ্ছে।

প্রসঙ্গত, ২০১৩ সালের ২৯ ডিসেম্বর তৎকালীন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার গুলশানের বাসা ‘ফিরোজা’র সামনে বেশকিছু বালুভর্তি ট্রাক রেখে প্রতিবন্ধকতা তৈরি করা হয়। যার ফলে তিনি ওই দিন বিএনপি ঘোষিত ‘মার্চ ফর ডেমোক্রোসি’ কর্মসূচিতে অংশ নিতে পারেননি। অভিযোগ, বাসার সামনে বালুভর্তি ট্রাক রেখে দীর্ঘদিন তাকে গৃহবন্দি করে রাখা হয়েছিল।

উন্নয়নের কাজ চলছে

"আল মুস্তাকিম" এর সংবাদ প্রকাশনা বিভাগ সাময়িক ভাবে স্থগিত রয়েছে খুব দ্রুত শুরু হবে ইনশাআল্লাহ্‌।

শুধু মাত্র "জুবায়ের আল মাহমুদ" পাতায় কলম প্রকাশিত হয়।

This will close in 20 seconds