সীমান্তের কাছে ইসরায়েলের সেনাদের জটলা লক্ষ্য করে রকেট ছুড়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। সোমবার মারুন আল-রাস গ্রামে চালানো হয় ওই হামলা। খবর এএফপির।
অপরদিকে ইসরায়েল জানিয়েছেম, লেবাননে যুদ্ধের জন্য আরেক ব্রিগেড সেনাকে সীমান্তে মোতায়েন করছে তারা। এর আগে দুই ব্রিগেড সেনা, ট্যাংক ও অন্যান্য যুদ্ধাস্ত্র লেবানন সীমান্তের কাছে নিয়ে যায় ইসরায়েল।
গত সপ্তাহে লেবাননে স্থল হামলা শুরুর ঘোষণা দেয় ইসরায়েল। এরপর মারুন আল-রাস গ্রামে তাদের সেনাদের ওপর একাধিক হামলার ঘটনা ঘটেছে। এছাড়া ব্লিদা নামের আরেকটি গ্রামেও ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হামলা করার দাবি করেছে হিজবুল্লাহ। সেনাদের ওপর সরাসরি হামলা ছাড়াও ইসরায়েলের বিভিন্ন অবৈধ বসতি লক্ষ্য করে রকেট ছুড়েছে হিজবুল্লাহ। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, সোমবারও ১৩০টি রকেট ছুড়েছে যোদ্ধারা।
এদিকে ইসরায়েলে একটি মিসাইল ছুড়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। এ সময় ইসরায়েলের পুরো মধ্যাঞ্চলে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। হুতিদের এই মিসাইলটি আটকে দেওয়ার দাবি করেছে ইসরায়েল।