হজ প্যাকেজ ঘোষণা হবে এ মাসেই

আগামী বছর পবিত্র হজ পালনের নিয়তে গত এক মাসে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করেছেন এক হাজার ৮৭ জন। গত ১ সেপ্টেম্বর শুরু হয়েছে প্রাথমিক নিবন্ধন। সরকারি-বেসরকারি দুই মাধ্যমে হজে যাওয়ার নিবন্ধন চলবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত। 

ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চলতি মাসের মধ্যেই হজের প্যাকেজ ঘোষণা করা হবে। ধর্মবিষয়ক উপদেষ্টা, সচিব এবং হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব বর্তমানে সৌদি আরব সফরে রয়েছেন। তারা সেখানে হজযাত্রীদের বাড়ি ভাড়া এবং সৌদিতে খরচের বিষয়ে নিশ্চিত হবেন। 

আরও জানা গেছে, এ সময় সৌদি হজ মন্ত্রীর সঙ্গে ধর্মবিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেনের একটি বৈঠক অনুষ্ঠিত হবে। প্রতিনিধি দল আগামী ৭ অক্টোবর দেশে ফিরবে। এরপর হজ প্যাকেজ ঘোষণা করা হবে।

এরই মধ্যে ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৫ সালের সাধারণ হজ প্যাকেজের মূল্য চলতি বছরের চেয়ে কমানোর চেষ্টা করা হবে।