গ্রেপ্তার হয়েছেন সাবেক সাংসদ মোহাম্মদ একরামুল করিম চৌধুরী

নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ একরামুল করিম চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১ অক্টোবর) দিবাগত রাতে চট্টগ্রামের খুলশি হতে তাকে গ্রেপ্তার করেছে র‍্যাবের একটি দল।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন র‍্যাবের লিগ্যাল ও মিডিয়া উইং পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস।
জানা গেছে, ২০১৩ সালে শ্রমিক দলের কর্মী মো. খোকনকে (২৫) গুলি করে হত্যার অভিযোগে গত ৮ সেপ্টেম্বর বিকেলে একরামুলসহ ৫৩জনের বিরুদ্ধে মামলাটি করা হয়। মামলার বাদী নিহত খোকনের বাবা মফিজুল হক। আসামিরা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। জানা গেছে, ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে।
নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ একরামুল করিম চৌধুরী গত ১৭ বছর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে ছিলেন। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন তিনি।