প্রশাসনে থাকা ফ্যাসিবাদের দোসরদের শাস্তির আওতায় আনতে সরকার বদ্ধপরিকরঃ মাহফুজ আলম

প্রশাসনে যারা ফ্যাসিবাদের দোসর রয়েছেন, তাদের শাস্তির আওতায় আনতে সরকার বদ্ধপরিকর মন্তব্য করে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম বলেছেন, শুধু আওয়ামী লীগ নয়, প্রশাসনে থাকা ফ্যাসিবাদের দোসরদেরও কোনো ছাড় দেওয়া হবে না। 

আজ (শনিবার) রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। পরে এ বিষয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে বিশেষ সহকারী এসব কথা বলেন।

মাহফুজ বলেন, প্রশাসনে যারা ফ্যাসিবাদের দোসর রয়েছেন, তাদের শাস্তির আওতায় আনতে সরকার বদ্ধপরিকর। জনআকাঙ্খাকে গুরুত্ব দিয়ে রাষ্ট্রসংস্কার করা হবে।

উন্নয়নের কাজ চলছে

"আল মুস্তাকিম" এর সংবাদ প্রকাশনা বিভাগ সাময়িক ভাবে স্থগিত রয়েছে খুব দ্রুত শুরু হবে ইনশাআল্লাহ্‌।

শুধু মাত্র "জুবায়ের আল মাহমুদ" পাতায় কলম প্রকাশিত হয়।

This will close in 20 seconds