বানের পানিতে ভেসে নিখোঁজ হওয়া সহোদর দুই ভাইয়ের লাশ পাওয়া গেছে

শেরপুরের নালিতাবাড়ীতে পাহাড়ি ঢলে সৃষ্ট বানের পানিতে ভেসে নিখোঁজ হওয়া সহোদর দুই ভাইয়ের লাশ পাওয়া গেছে। শনিবার (৫ অক্টোবর) বিকেলে উপজেলার নন্নী ইউনিয়নের নিশ্চিন্তপুর কুতুবাকুড়া গ্রামের একটি ধানক্ষেত থেকে ওই দুই ভাইয়ের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

নিহতরা হলেন- হাতেম আলী (৩০) ও আলমগীর হোসেন (১৮)। তারা একই এলাকার অভয়পুর গ্রামের মৃত বাছির উদ্দিনের পুত্র।

স্থানীয়রা জানান, শুক্রবার চেল্লাখালী নদীর পাহাড়ি ঢলের স্রোতের তোড়ে নিজ বাড়ি থেকে নিখোঁজ সহোদর দুই ভাই হাতেম আলী ও আলমগীর হোসেন। এরপর থেকে তাদের সন্ধান পাওয়া যাচ্ছিল না। 

কুতুবাকুড়া গ্রামের কৃষক হারুন ও সিরাজুল ইসলাম শনিবার বিকেলে তাদের ধানক্ষেত দেখতে গেলে একসাথে ওই দুইজনের লাশ ধানক্ষেতে পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে নিহত দুই ভাইয়ের স্বজনরা এসে লাশ শনাক্ত করেন। পরে নালিতাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থল থেকে ওই দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করেন। 

বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছানোয়ার হোসেন বলেন, পাহাড়ি ঢলের স্রোতের তোড়ে নিখোঁজ হওয়া সহোদর দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে আপত্তি না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

উন্নয়নের কাজ চলছে

"আল মুস্তাকিম" এর সংবাদ প্রকাশনা বিভাগ সাময়িক ভাবে স্থগিত রয়েছে খুব দ্রুত শুরু হবে ইনশাআল্লাহ্‌।

শুধু মাত্র "জুবায়ের আল মাহমুদ" পাতায় কলম প্রকাশিত হয়।

This will close in 20 seconds