ফিলিস্তিনের গাজার দেইর-এল-বালাহ এলাকায় একটি মসজিদে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী । এতে অন্তত ২১ জন নিহত হয়েছেন। গত বছরের ৭ অক্টোবর থেকে হামাস-ইসরায়েল সংঘাতের মধ্যে বাস্তুচ্যুত অনেক ফিলিস্তিনি আল-আকসা মার্টিয়ার্স হাসপাতালের পাশের সাহদা আল-আকসা নামের ওই মসজিদে আশ্রয় নিয়েছিলেন। খবর-আলজাজিরা
আল-জাজিরার একটি প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি যুদ্ধবিমানগুলো মসজিদে বোমাবর্ষণ করেছে। এ নিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১ হাজার ৮২৭ জনে। আর আহত হয়েছেন ৯৬ হাজার ৯১০ জন।
ইসরায়েলি সামরিক বাহিনী হামলার কথা স্বীকার করেছে। নিজেদের এক্স হ্যান্ডেলে এক বার্তায় ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, হামাস তাদের ‘কমান্ড ও কন্ট্রোল কমপ্লেক্স’ হিসেবে ব্যবহার করছিল মসজিদটি। এ কারণে সেখানে বোমা হামলা চালানো হয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৪১ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।