চলমান স্থল অভিযানে লেবাননে হিজবুল্লাহর ৪৪০ জন সদস্য নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েল। আজ শনিবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ওই প্রতিবেদনে ইসরায়েলের সামরিক মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেন, গত সোমবার রাতে দক্ষিণ লেবাননে ইসরায়েলের স্থল অভিযান শুরু হয়। এখন পর্যন্ত এ অভিযানে ৪৪০ হিজবুল্লাহ যোদ্ধা নিহত হয়েছেন। এদের মধ্যে ৩০ জন কমান্ডার রয়েছেন বলেও জানান তিনি।
তবে হিজবুল্লাহর পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি।