শেখ হাসিনার অবস্থান সম্পর্কে ভারত ও ইউএইর কাছে জানতে চেয়েছে বাংলাদেশ 

অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোথায় আছেন, সে বিষয়ে সরকারের কাছে কোনো তথ্য নেই; ফলত তার বর্তমান অবস্থান নি‌য়ে ধোঁয়াশা তৈ‌রি হ‌য়ে‌ছে। 

এক প্রেস ব্রিফিংয়ে এ বিষয়ে উপদেষ্টা আরও বলেন, ‘ভারত ও ইউএই দুই দেশেই সরকারিভাবে শেখ হাসিনার অবস্থানের বিষয়ে জানতে চাওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি।’ 

গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে পদত্যাগ করে ছোট বোন শেখ রেহানাসহ ভারত পালিয়ে যান শেখ হাসিনা। সম্প্রতি ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে একটি গুঞ্জন-শেখ হাসিনা ভারত থেকে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) চলে গেছেন। 

তৌহিদ হোসেন বলেন, ‘শেখ হাসিনার বিরুদ্ধে দেশে দায়ের হওয়া মামলার পরিপ্রেক্ষিতে আদালত বললে তাঁকে দেশে ফেরাতে সরকার উদ্যোগ নেবে।’

উন্নয়নের কাজ চলছে

"আল মুস্তাকিম" এর সংবাদ প্রকাশনা বিভাগ সাময়িক ভাবে স্থগিত রয়েছে খুব দ্রুত শুরু হবে ইনশাআল্লাহ্‌।

শুধু মাত্র "জুবায়ের আল মাহমুদ" পাতায় কলম প্রকাশিত হয়।

This will close in 20 seconds