কী আলোচনা হলো মুইজ্জু-মোদী বৈঠকে?

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মালদ্বীপের প্রেসিডেন্ট মোহম্মদ মুইজ্জুর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 

জানা গেছে, সোমবারের ওই বৈঠকে দুই রাষ্ট্রপ্রধান পারস্পরিক ঘনিষ্ঠ সম্পর্ক রক্ষার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। উভয় দেশের শতাব্দীপ্রাচীন সম্পর্কের গভীরতার কথা উল্লেখ করে বৈঠকে উভয় দেশের নেতারা আগামী দিনেও দুই দেশ ভবিষ্যৎ প্রকল্পে সহযোগিতার হাত বাড়াবে বলে প্রতিশ্রুতি দেন। খবর টাইমস অব ইন্ডিয়া, এনডিটিভি, পিটিআইর।

চার দিনের সফরে রোববার ভারতে আসেন মুইজ্জু। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এটাই তার ভারতে প্রথম সফর। সেদিন তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে দেখা করেন। সোমবার সকালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে রাজঘাটেও গিয়ে মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধার্ঘ অর্পণ শেষে প্রথানুয়ায়ী রাষ্ট্রপতি ভবনে তাকে আনুষ্ঠানিক সংবর্ধনা জানানো হয়। পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন মহম্মদ মুইজ্জু। দ্বিপক্ষীয় বৈঠকের পর বেলা একটায় দুই দেশের মধ্যে সহযোগিতার ক্ষেত্র বিস্তারে কয়েকটি চুক্তি স্বাক্ষরিত হয়। 

এ সময় দুই নেতা মালদ্বীপে রুপে কার্ড চালু করেন। স্বাক্ষরিত হয় ৪০০ মিলিয়ন ডলারের মুদ্রা বিনিময় চুক্তি। মালদ্বীপের অর্থনীতিকে চাঙা করতে এই চুক্তি সহায়ক হবে বলে মনে করা হচ্ছে। 

হায়দরাবাদ হাউসের বৈঠকের পর মুইজ্জু বলেন, ভারত তাদের এক মূল্যবান বন্ধু। আর্থসামাজিক ক্ষেত্র, অবকাঠামো নির্মাণ ছাড়াও সার্বিক উন্নয়নের প্রয়োজনে ভারত সব সময় মালদ্বীপের সঙ্গে থেকেছে। এই সহযোগিতার কারণে মুইজ্জু ভারতের প্রধানমন্ত্রী মোদিকে অকুণ্ঠ ধন্যবাদ দেন। আগামী বছর মোদিকে মালদ্বীপ সফরের আমন্ত্রণও জানান মুইজ্জু।

ভারত বিরোধিতাকে প্রচারণার অগ্রভাগে রেখে গত বছর প্রেসিডেন্ট নির্বাচিত হন মুইজ্জু, তার নির্বাচনী স্লোগানই ছিল ‘আউট ইন্ডিয়া’।