ইসরায়েলের সাথে হিজবুল্লাহর যুদ্ধবিরতির আলোচনায় উপেক্ষিত গাজা

ইসরাইলের সঙ্গে হিজবুল্লাহর যুদ্ধবিরতির জন্য কাজ করছেন লেবাননের সংসদ স্পিকার নাবিহ বেরি। নিজেদের মিত্র হিসেবে পরিচিত এই নেতার যুদ্ধবিরতির প্রচেষ্টাকে সমর্থন দিয়েছেন গোষ্ঠীটির অন্যতম শীর্ষ নেতা নাঈম কাসেম। খবর আল-আরাবিয়া’র।

মঙ্গলবার (৮ অক্টোবর) ৩০ মিনিটের এক টেলিভিশন বার্তায় যুদ্ধবিরতি প্রসঙ্গে নাঈম কাসেম বলেন, যুদ্ধবিরতির জন্য বেরির নেতৃত্বে যে রাজনৈতিক পদক্ষেপ নেওয়া হচ্ছে, আমরা তাতে সমর্থন জানাই। কূটনৈতিকভাবে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর অন্য বিষয়গুলো নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া যাবে।

এ সময় তিনি আরও বলেন, তবে যদি শত্রুরা (ইসরায়েল) যুদ্ধ চালিয়ে যায়, তাহলে যুদ্ধক্ষেত্রেই চূড়ান্ত ফয়সালা হবে’-যোগ করেন নাঈম।

তবে এই বক্তব্যে গাজায় যুদ্ধবিরতি প্রসঙ্গে কিছুই না বলায় প্রথমবারের মতো কোনো হিজবুল্লাহ শীর্ষ নেতার বক্তব্যে বাদ পড়ল গাজায় যুদ্ধবিরতির ইস্যু।

প্রসঙ্গত, গত বছরের অক্টোবরে গাজায় ইসরাইলের আগ্রাসন শুরুর হওয়ার পর হামাসের সমর্থনে ইসরাইলে হামলা চালায় হিজবুল্লাহ। প্রায় ১১ মাস থেমে থেমে ইসরাইলের সঙ্গে তাদের সংঘর্ষ চলে। তবে গত সেপ্টেম্বরে ইসরাইল সরাসরি লেবাননের রাজধানী বৈরুত এবং এর উপকণ্ঠে বিমান হামলা চালায়। এক হামলায় প্রাণ হারান হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ। টানা কয়েকদিন বিমান হামলা চালানোর পর লেবাননে সেনা পাঠায় ইসরাইল। এখন লেবানন সীমান্তে হিজবুল্লাহর সঙ্গে দখলদার ইসরাইলের রক্তক্ষয়ী লড়াই চলছে।

এদিকে লেবাননের বিভিন্ন অঞ্চলে ইসরাইলি হামলায় এখন পর্যন্ত ২ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

উন্নয়নের কাজ চলছে

"আল মুস্তাকিম" এর সংবাদ প্রকাশনা বিভাগ সাময়িক ভাবে স্থগিত রয়েছে খুব দ্রুত শুরু হবে ইনশাআল্লাহ্‌।

শুধু মাত্র "জুবায়ের আল মাহমুদ" পাতায় কলম প্রকাশিত হয়।

This will close in 20 seconds