ময়মনসিংহ, শেরপুর ও নেত্রকোণায় বন্যায় ১০ জন মারা গেছেন

বন্যা কবলিত দেশের উত্তর-পূর্বাঞ্চলের তিন জেলা ময়মনসিংহ, শেরপুর ও নেত্রকোনায় এখন পর্যন্ত দশজনের মৃত্যু হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে দুই লক্ষাধিক মানুষ।

বুধবার (৯ অক্টোবর) বিকেলে সচিবালয়ে চলমান বন্যা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে সচিব কে এম আলী রেজা জানান, এই বন্যায় ১০ জন মারা গেছেন। এর মধ্যে শেরপুর জেলায় আটজন এবং ময়মনসিংহে দুইজন মারা গেছেন। মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে আটজন পুরুষ ও দুইজন নারী। নেত্রকোনায় কেউ মারা যাননি।

বন্যায় দুই লাখ ৩৮ হাজার ৩৯১ জন ক্ষতিগ্রস্ত হয়েছেন জানিয়ে অতিরিক্ত সচিব বলেন, বন্যা পরিস্থিতির ক্রমে উন্নতি হচ্ছে। বন্যা আক্রান্ত জেলার সংখ্যা তিনটি (শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনা)। ১৩টি উপজেলা বন্যা প্লাবিত।

তিন জেলায় মোট ৬৩ হাজার ১৭১টি পরিবার পানিবন্দি রয়েছে জানিয়ে তিনি বলেন, ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা দুই লাখ ৩৮ হাজার ৩৯১ জন। পানিবন্দি ক্ষতিগ্রস্ত লোকদের আশ্রয় দিতে মোট ১৪০টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে এবং আশ্রয়কেন্দ্রগুলোতে বর্তমানে মোট এক হাজার ৩৩৭ জন এবং ৫৬১টি গবাদিপশু রয়েছে। তিন জেলায় ক্ষতিগ্রস্তদের চিকিৎসা দিতে মোট ২০টি মেডিকেল টিম চালু রয়েছে।

উন্নয়নের কাজ চলছে

"আল মুস্তাকিম" এর সংবাদ প্রকাশনা বিভাগ সাময়িক ভাবে স্থগিত রয়েছে খুব দ্রুত শুরু হবে ইনশাআল্লাহ্‌।

শুধু মাত্র "জুবায়ের আল মাহমুদ" পাতায় কলম প্রকাশিত হয়।

This will close in 20 seconds