ইসরায়েলে ড্রোন হামলা করেছে ইরাকের দ্য ইসলামিক রেজিস্ট্যান্স

ইসরায়েল ও অধীকৃত গোলান মালভূমিতে ড্রোন হামলা চালানোর দাবি জানিয়েছে ইরাকের সশস্ত্র সংগঠন দ্য ইসলামিক রেজিস্ট্যান্স। আজ বুধবার এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা। 

গণমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের উত্তরাঞ্চলে ‘গুরুত্বপূর্ণ’ সামরিক স্থাপনা ও অধিকৃত গোলাম মালভূমিতে তিন দফা ড্রোন হামলা চালানোর দাবি জানিয়েছে ইরাকী সংগঠনটি।

এর আগে ইরান সমর্থিত এই আধা-সামরিক বাহিনী জানায়, তারা দক্ষিণ লেবাননের ‘গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুর’ বিরুদ্ধে হামলা চালিয়েছে। তবে ইসরায়েলি সামরিক বাহিনী পূর্ব দিক থেকে ধেয়ে আসা ড্রোন প্রতিহত করার দাবি জানায়।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরাকের এই সশস্ত্র সংগঠনটি ইসরায়েলের বিরুদ্ধে হামলার মাত্রা বাড়িয়েছে। বিশ্লেষকদের মতে, গাজায় হামলার তীব্রতা বাড়ানো ও লেবাননে আগ্রাসনের সম্প্রসারণের কারণেই বাড়ছে ইরাকী হামলা।

উন্নয়নের কাজ চলছে

"আল মুস্তাকিম" এর সংবাদ প্রকাশনা বিভাগ সাময়িক ভাবে স্থগিত রয়েছে খুব দ্রুত শুরু হবে ইনশাআল্লাহ্‌।

শুধু মাত্র "জুবায়ের আল মাহমুদ" পাতায় কলম প্রকাশিত হয়।

This will close in 20 seconds