ডেঙ্গুঃ গত ২৪ ঘন্টায় মৃত্যু ৩ জনের

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে, হাসপাতালে ভর্তি হয়েছেন সারাদেশে ১ হাজার ৩৩ জন। এ পর্যন্ত ডেঙ্গুতে মোট ১৯৬ জনের প্রাণ গেলো চলতি বছর। 

স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে আরও জানা যায়, গত ২৪ ঘণ্টায় বরিশালে (সিটির বাইরে) ৮৬ জন, চট্টগ্রামে (সিটির বাইরে) ১৩১ জন, ঢাকায় (সিটির বাইরে) ২০৮ জন, ঢাকা উত্তর সিটিতে ২৬৩ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১৬৪ জন, খুলনায় (সিটির বাইরে) ৮০ জন, ময়মনসিংহে (সিটির বাইরে) ৩২ জন, রাজশাহীতে (সিটির বাইরে) ৫৯ জন, রংপুরে (সিটির বাইরে) সাতজন, সিলেটে (সিটির বাইরে) তিনজন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছরের ৯ অক্টোবর পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৯ হাজার ৮২২ জন। এর মধ্যে ৬৩ দশমিক ৩ শতাংশ পুরুষ এবং ৩৬ দশমিক ৭ শতাংশ নারী। গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৯৩৯ ডেঙ্গু থেকে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। চলতি বছর এ নিয়ে মোট ৩৬ হাজার ১৫১ জন ছাড়পত্র পেয়েছেন।

উন্নয়নের কাজ চলছে

"আল মুস্তাকিম" এর সংবাদ প্রকাশনা বিভাগ সাময়িক ভাবে স্থগিত রয়েছে খুব দ্রুত শুরু হবে ইনশাআল্লাহ্‌।

শুধু মাত্র "জুবায়ের আল মাহমুদ" পাতায় কলম প্রকাশিত হয়।

This will close in 20 seconds