বিনিয়োগ সম্মেলন ও পরীক্ষার কারণে ‘মার্চ ফর গাজ্জা’র স্থান পরিবর্তন
আজ বুধবার (৯ এপ্রিল) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিনিয়োগ সম্মেলন ও চলমান পরীক্ষার কথা বিবেচনায় রেখে ‘মার্চ ফর গাজ্জা’ কর্মসূচির তারিখ অপরিবর্তিত রেখে স্থান পরিবর্তন করা হয়েছে।
ফিলিস্তিন সলিডারিটি মুভমেন্টের জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, পূর্বঘোষিত তারিখ অনুযায়ী আগামী শনিবার, ১২ এপ্রিল ‘মার্চ ফর গাজ্জা’ অনুষ্ঠিত হবে। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী, কর্মসূচির স্থান পরিবর্তন করে শাহবাগের পরিবর্তে সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজন করা হবে।
কর্মসূচিটি বিকাল ৩টা থেকে শুরু হয়ে মাগরিবের আগ পর্যন্ত চলবে।